ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গা বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নেতা-কর্মী ও সমর্থক এবল ব্যবসায়ীদের সাথে ভাঙ্গা বাজারে প্রায় ২ ঘন্টা ব্যাপী গণসংযোগ করেন।
এ সময় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় পাশাপাশি ঈগল মার্কায় ভোট চান। ভাঙ্গা বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকল ব্যবসায়ীদের সাথে ও বিভিন্ন দোকানে ও আগত জনসাধারণের সাথে লিফলেট বিতরণ করেন এমপি নিক্সন চৌধুরী। প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকে সেলফি তোলার জন্য হুমরি খেয়ে পড়ে।
বাজারের অধিকাংশ ব্যবসায়ী নিক্সন চৌধুরীকে ঈগল মার্কায় ভোট দেওয়ার আশ্বাস দেন। নিক্সন চৌধুরীর সাথে ছিলেন, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর লিয়াকত মোল্লা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শত শত নেতাকর্মী।