বগুড়ার শিবগঞ্জে বাবার লাঠির আঘাতে আঘাতে ছেলের মৃত্যু হয়েছে
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে লাঠির আঘাতে সন্তানের মৃত্যু হয়েছে। জানা যায়,ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে ছোট ভাই। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডায় বগুড়ার শিবগঞ্জে বাবার হাতে থাকা লাঠির আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। নিহত ফারাজ আলী (২৫) শিবগঞ্জের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ফারাজ আলীর সাথে তার বাবা সোহরাব হোসেন ও মা রোজিনা বেগমের সম্পর্ক ভালো ছিল না। ঘটনার দিন ফারাজের ঘরে রাখা মিষ্টি খেয়ে ফেলে তার ছোট ভাই উজ্জল। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাদের মা ছুটে আসেন। ফারাজ মায়ের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাবা সোহরাব আলী ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে সেখানে নেওয়ার পথে ফারাজের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার পর থেকে বাবা সোহরাব আত্মগোপনে আছে বলে জানা গেছে ।