বগুড়ার সারিয়াকান্দিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যা পূর্বাভাস ভিত্তিক পূর্বপ্রস্তুতিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষন অনুষ্ঠিত
জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে স্কেলিং-আপ ফ্লাড ফোরকাস্ট-বেসড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল) দ্বিতীয় ফেইজ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যা পূর্বাভাস ভিত্তিক পূর্বপ্রস্তুতিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিআরডিবির হলরুমে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ইকোর অর্থায়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যা পূর্বাভাস ভিত্তিক পূর্বপ্রস্তুতিমূলক
রিফ্রেসার্স প্রশিক্ষনে বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশন সুফল ২প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক সাবাহ্ শবনম, এসকেএস ফাউন্ডেশন সুফল ২প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌতম কুমার সরকার, সহকারী প্রজেক্ট অফিসার নুর ইসলাম প্রমুখ।