বগুড়া ৭টি আসনে আওয়ামী লীগ ৪,জাপা ,জাসদ ও স্বতন্ত্র ১জন করে প্রার্থী জয়ী হয়েছেন
জাফরুল সাদিক, বগুড়া প্রতিনিধি : বগুড়ার সাতটি আসনের মধ্যে চারটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বাকি তিনটি আসনের মধ্যে একটি করে আসনে জাতীয় পার্টি (জাপা), জাসদ ও স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। রোববার রাত নয়টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান নৌকা প্রতীকে ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ৩৫ হাজার ৬৮৪ ভোট পেয়েছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনটি জোটের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। এখানে লাঙ্গল প্রতীকে জাপার শরিফুল ইসলাম জিন্নাহ ৩৬ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী বিউটী বেগম ৩৪ হাজার ২০৩ ভোট পেয়েছেন।
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মোট ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। আসনটির বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী নূরুল ইসলাম তালুকদারের ভরাডুবি হয়েছে। আসনে ৬৯ হাজার ৭৫০ ভোট নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খান মো. সাইফুল্লাহ আল মেহেদি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার কাঁচি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১৪টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে নৌকা প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) এ কে এম রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা ঈগল প্রতীকে ৪০ হাজার ৬১৮ ভোট পেয়েছেন। তিনি বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য। এ আসনে ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ২ হাজার ১৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্য জোটের নজরুল ইসলাম মিনার প্রতীকে ৪ হাজার ১০৫ ভোট পেয়েছেন।
সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ১১৪টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে রাগেবুল আহসান নৌকা প্রতীকে ৫৩ হাজার ২২৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান ট্রাক প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা আলম নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ টি এম আমিনুল ইসলাম ৬ হাজার ৮০১ ভোট পেয়েছেন। সেই হিসাবে নৌকার প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থী জামানত হারিয়েছেন।