ছয়দিনের ব্যবধানে আবারও একটি দোকানে অভিনব কৌশলে চুরির ঘটনা ঘটেছে বাঘারপাড়া উপজেলার শেষ প্রান্তে (বসুন্দিয়া ব্রীজ সংলগ্নে) আলাদীপুর বাজারের প্রধান সড়কের ওষুধের দোকানে। ১৮ জুন রবিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় ওষুধ ব্যবসায়ী বাজার কমিটির কোষাধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান দোকানের সাটার বন্ধ করে মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যায়। এরই মধ্যে সাটার খুলে একটি চোর চক্র দোকানের ভিতর ঢুকে স্ক্রু-ড্রাইভার দিয়ে ড্রয়ারের তালা ভেঙে নগত ১লাখ ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মাহবুবুর নামাজ শেষে দোকানে এসে দেখেন সাটার খোলা ভিতরে ড্রয়ারও খোলা কোন টাকা পয়সা নেই। গত ১৩ জুন মঙ্গলবার সকালে দোকানের ভিতর মল দিয়ে অভিনব কায়দায় মোঃ আবুল কালামের বিকাশের দোকান থেকে ২ লক্ষ টাকা নিয়ে যায়। এই বাজারের প্রায় ব্যবসা প্রতিষ্ঠানে সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও চোর চক্রদের সনাক্ত করা সম্ভব হচ্ছে না। অচেনা এই সংঘবদ্ধ চোর দলটি এলাকায় নির্বিঘ্নে সাহসের সাথে চালিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড। এতে ব্যবসায়ী দোকান মালিকগন আতংকে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বাজার কমিটির সভাপতি বি এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, সিসি ক্যামেরা অনুযায়ী এ চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। বাজারের ব্যবসায়ীরা সিসি ক্যামেরায় আস্তা না পেয়ে উদ্বিগ্নতায় ভুগছেন। একমাত্র প্রশাসনই চোর চক্রকে ধরতে সক্ষম, তাই জরুরি ভাবে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করছেন।