বসুন্দিয়ার সদুল্যাপুর শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
গোলাম রসুল বাঘারপাড়া(যশোর) থেকেঃ
যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের সদুল্যাপুরের নাথ পাড়ার শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে ৭ জুলাই ২০২৪ ইং রবিবার প্রতি বছরের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজগের অনুষ্ঠান বাবু অমর কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মন্দিরের সহসভাপতি বাবু আশীষ রঞ্জন দেবনাথ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাবু রমেশচন্দ্র কাপুড়িয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমতি শিখা ব্যানার্জী,বাবু বাসুদেব নাথ, বাবু বাসুদেব সেন, বাবু সুজিত রায়, বাবু রবিন মজুমদার, বাবু সত্যেন্দ্র নাথ মন্ডলসহ অন্যান্য প্রমুখ।
সরেজমিনে গিয়া কথা হয় চম্পা রানী দেবনাথের সাথে তিনি বললেন ১৬ বছর যাবত এ উৎসব হয়ে আসছে। এ অনুষ্ঠানে আমরা অংশগ্রহন করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আজগের এ রথ উৎসবে যোগদিতে বাঘারপাড়া উপজেলার ১১ খানের বাকড়ী গ্রাম থেকে আগত মতুয়াভক্ত নারীপুরুষ একসঙ্গে নেচে নেচে বাবা জগন্নাথ দেব মন্দিরে আসে এছাড়াও উপজেলার ভূলবাড়িয়া থেকে আগত মতুয়াভক্ত এ অনুষ্ঠানে যোগ দেন।
আয়োজনে ছিলেন সদুল্যাপুর নাথপাড়া জগন্নাথ মন্দিরের কমিটির সকল কর্মকর্তা ও গ্রামের জনগন।সার্বিক আয়োজনে ছিলেন শ্রীমতি শিখা রাণী ব্যনার্জি।সর্বশেষ আজকের অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়। আগামী ১৫ জুলাই ফেরত রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।