বসুন্দিয়া ইউনিয়নে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড পেয়েছে ১শ’ ১০ জন
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ২১ মার্চ মঙ্গলবার ১শ’ ১০ জন প্রতিবন্ধী ও বয়স্কদের সরকারি ভাতা প্রদানের স্থায়ী কার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার পরিষদের সভা কক্ষে ৮৩ জন বয়স্ক নারী পুরুষ, আর ২৭ জন প্রতিবন্ধীকে ভাতার কার্ড দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে পরিষদের
চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফেরদৌউস খান। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, ২নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেন মিলন, ৩নং ওয়ার্ড সদস্য শওকত
জাহান সুপ্ত ৪নং ওয়ার্ড সদস্য মোঃ আতিউর রহমান খান, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদের, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ মুজিবুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকী রিতা। এছাড়াও ইউনিয়ন পরিষদের নিয়োজিত মহল্লাদারদের সহায়তায় এসকল ভাতার কার্ড গ্রাহক সহ উপস্থিত ছিলেন এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের মানুষ।