বাঁশখালীতে এন্টিবায়োটিক ব্যাবহারে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ এরশাদ,বাঁশখালী:
বাঁশখালীতে বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি কতৃক এন্টিবায়োটিক ব্যাবহারেসচতনতা শীর্ষক আলোচনা সভা ও প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৮ সেপ্টেম্বর,বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি বাঁশখালী শাখা কতৃক এন্টিবায়োটিক ব্যাবহারে সচেতনতা শীর্ষক আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব চাম্বল বাজারস্হ বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের হলরুমে সংগঠনের সভাপতি ডাঃ আশেক এলাহী এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ আসিফুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব ডাঃ আবদুর রহিম,যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হোসাইন, সহ অর্থ সম্পাদক ডাঃ নুরুল আবছার পারভেজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ মাহবুব এলাহী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শারমিন সোলতানা,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ডাঃ কাশেফা আকতার, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ সেলিম উল্লাহ ও সংগঠনের সদস্যবৃন্দ।
প্রধান আলোচকের বক্তব্যে ডাঃ আসিফুল হক বলেন প্রতিদিনের প্রেক্টিসে এন্টিবায়োটিক ব্যাবহারে সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।সংগঠনের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।