বাঁশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধ(অনুর্ধ-১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মোহাম্মদ এরশাদ, সত্যকন্ঠ; বাঁশখালী প্রতিনিধি :
বাঁশখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুর্ধধ-১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন।অদ্য ১০ জুন শনিবার বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী খেলায় চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশ বনাম ছনুয়া ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্টিত খেলায় ১-০ গোলে চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্ব উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি)খোন্দকার মাহমুদুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.হারুনুর রশিদ,শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন,উপজেলা ক্রীড়া
সংস্থার সাধারন সম্পাদক মোঃ জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবদুল করিম, সহকারি ছিলেন ইফতেখার হোসেন, জাহিদ হোসেন।ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চাম্বল ইউনিয়ন পরিষদ একাদশের একমাত্র গোলদাতা জাহিদ হাসান কাফি।