বাঁশখালীতে ডাম্পারের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি সড়ক থেকে খাদে,আহত ৫
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ডাম্পারের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি সড়ক থেকে খাদে। এতে অন্তত ৫ থেকে ৬ জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলেও জানা যায়।শনিবার (৮ জুলাই) দুপুর ১২.৪৫ মিনিটের সময় বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর সাহেবের হাটের দক্ষিণ পাশে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশটি প্রধান সড়ক থেকে ১০ ফুট নীচে গিয়ে পড়ে যায়।স্থানীয় কামাল জানান,
দ্রুতগতির ডাম্পারটি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। ডাম্পারের বেপরোয়াগতির ধাক্কায় যাত্রীবাহী সিএনজি খাদে পড়ে যায়। এতে বেশকয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ বিষয়ে রামদাশহাট মুন্সির হাট পুলিশ
তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন,ডাম্পারের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি খাদে পড়ে যাওয়ার খবর পেয়েছি।খবর পেযে তাৎক্ষণিক এসআই মনোয়ার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পৌঁছে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও ডাম্পারটি জব্দ করে।আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে।জব্দকৃত সিএনজি অটোরিকশা ও ডাম্পারটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মাই রাখা হয়েছে বলে জানান।