মোহাম্মদ এরশাদ,বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবছরের ন্যায় এবছরও ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা (২৭ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে ৪.৩০ টায় বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যদিয়ে বিজয় মেলার শুভ উদ্ভোধন হয়েছে।
এতে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এমপি। উদ্বোধক ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে ও মোঃ তৌহিদুল ইসলাম ও দাউদ মানিকের বাঁশখালীতে মুক্তিযুদ্বের বিজয় মেলা উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম,সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি আমান উল্লাহ চৌধুরী,সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কামাল,লায়ন শেখর দত্ত,সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদুর রশিদ,সাংগঠনিক সম্পাদকফেরদৌস উল হক,ভিপি শামসুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা খোরশেদ আলাম,আবুল কালাম,
বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়ান জান্নাত, ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন,বাঁশখালী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস,
সহ-সভাপতি করুনাময় ভট্টাচার্য,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে রেজাউল করিম,মোঃ রহিম,
ওসামান,ছালে,স্বপ,ছরওয়ার,সম্ভু,আমজাদ, ফরিদ উদ্দীন,আলম,ইদ্রিস,সৌরভ পা আনন্দ,ইফতেকার উদ্দিন,মুবিন,নাছির,রশিদ আহমদ,ছাত্র লীগ নেতার মধ্যে জাহাঙ্গীর আলম মান্না,কিবরিয়া,কাউরুল,আমির হোসেন,তৌহিদুল আলম,লুতফুর রহমান,শাজেদুল আলম চৌধুরী টিটন,ইকবাল কবির প্রমূখ।
বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম জানান, ৫ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই বিজয় মেলা আগামী শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত চলবে এবং প্রতিদিন আলোচনা সভা শেষে টিভি ও বেতারের অন্তর্ভুক্ত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।