রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ইউনিট আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে যুবকের হাত-পা তেথলিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আতিকুর রহমান স্বপন শ্রীপুর ইউনিয়নের ২নং ইউনিট আওয়ামীলীগের সভাপতি এবং মজিদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ।
সূত্র জানায়, আতিকুর রহমান স্বপনের স্ত্রী বাগমারা থানায় পুলিশে চাকরি করেন। পুলিশের দাপট দেখিয়ে আতিক নানা অপকর্ম চালিয়ে আসছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশ পায়। সূত্র জানিয়েছে, আতিকুর রহমান স্বপনের স্ত্রীকে দুর্গাপুর থানায় বদলী করা হয়েছে। দুর্গাপুর থানায় ০১৩২০-১২২৭২৪ নম্বরে কল করলে ও প্রান্ত থেকে বদলী সংক্রান্ত কোন তথ্য দিতে রাজি হননি।
উল্লেখ্য মজিদপুর গ্রামে খয়রা বিলে পুকুর খননকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি, আতিকুর রহমান স্বপনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে লালনের উপর হামলা চালানো হয়। তিনি একটি বাড়ীতে আশ্রয় নেয়ার চেষ্টা করলে তাঁকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা লালনকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। রবিবার লালনকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।
১৩ জানুয়ারি এ ঘটনায় লালনের পিতা মোজাফফর হোসেন বাগমারা থানায় বাদী হয়ে আতিকুর রহমান স্বপনকে প্রধান আসামি করে ৮ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করেছেন।