এস, এম মুসতাইন স্টাফ রিপোর্টার :যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঐতিহ্যেবাহী সরকারি আলাদীপুর বাজার কমিটি নির্বাচন -২০২৩ নির্বাচন শান্তিপূর্ণ ভাব মহা আড়ম্বরে সম্পন্ন হয়েছে।১২ মার্চ রবিবার বিরতিহীন ভাবে সকাল ৯টা হইতে বিকাল ৪ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহন চলে। নড়াইল সদর উপজেলার তুলারামপুর আশার আলো কলেজেরপ্রভাষক বাবু পংকজ কুমার ভট্র নির্বাচনের প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন। পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন আলহাজ্ব মাওঃ মোঃ রবিউল ইসলাম ও আলাদিপুর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নিছারআলী শেখ। মোট ভোটার সংখ্যা নারী পুরুষ মিলে ২৩৭ টি। ৩ পদে ৬ জন এ নির্বাচনে অংশ গ্রহণ করেন। সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ২ জন। সভাপতি পদে লড়ছে যারা সাবেককৃতিফুটবলার ও বর্তমান বাজার কমিটির সভাপতি বি, এম মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ তরিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক পদে যারা বর্তমান ক্ষমতায় ছিলেন মোঃআলমঙ্গীর হোসেন সরদার বিপক্ষে বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আক্তারউজ্জামান মোল্যা। কোষাধ্যক্ষ পদে লড়ছে বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নাজমুল ইসলাম, বিপক্ষে লড়েছে বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মাহাবুর রহমান।সভাপতি পদে জয়ের মালা পেয়েছে বি, এম মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে জয় হয়েছে মোঃ আলমগীর হোসেন সরদার। কোষাধ্যক্ষ পদে জয় হয়েছে মোঃ মাহাবুর রহমান। বি এম মিজানুর রহমানের প্রাপ্ত ভোট ১২৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তরিকুল ইসলাম লিটন ৯১ ভোট।সম্পাদক পদের আলমগীর হোসেন সরদারের প্রাপ্ত ভোট ১৪৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আক্তারুজ্জামান ৭৭ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে জয় হয়েছে মোঃ মাহাবুর রহমান ১২৩ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাজমুল বিশ্বাস ১০৪ ভোট পেয়েছে। আইনশৃঙ্খলায় নিয়োজিত ছিল থানা প্রশাসন, স্থানীয় বাসুয়াড়ী জামদিয়া ইউনিয়নের মহল্লাদারগন।







