জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মেয়ে প্রিয়াংকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত প্রিয়াংকা বিশ্বাস বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং
কোম্পানি(আইডিএলসি)নারী কর্মকর্তা হিসাবে চাকুরী করতেন। ১৮ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রিয়াংকা বিশ্বাস ।
মৃত পিয়াংকা বিশ্বাস হলেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসিন্দা প্রয়াত উজ্জল হোসেন বিশ্বাসের একমাত্র মেয়ে। প্রিয়াংকার মামা আব্দুল কুদ্দুস জানান,গত চার দিন আগে প্রিয়াংকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত রোববার বিকেলে তার রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে গেলে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করার পর আইসিউতে স্থানাস্তর করা হয়। পরে মঙ্গলবার মধ্যেরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রিয়াংকা।
তিনি আরও জানান, বুধবার সকালে তার মৃতদেহ ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসভবনে পৌঁছালে এক হৃদয়বিদারক শোকের কান্নার দৃশ্যের অবতারণা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়াংকার বাবা শ্রমিক নেতা উজ্জল হোসেন বিশ্বাস চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিডনি বিকল হয়ে মারা যান। বাবার মৃত্যুর ৮ মাস পর একমাত্র মেয়ে প্রিয়াংকাও না ফেরার দেশে পাড়ি জমালেন।
বুধবার বাদ জোহর পাগলাকানাই সড়কের সায়াদাতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে প্রিয়াংকার মরদেহ চাকলাপাড়ার পঞ্চগ্রাম গোরস্থানে দাফন করা হয়েছে।