বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে পাঠদান বন্ধ রেখে ডিজে গানের সাথে নাচে গানে মেতে উঠেছে শিক্ষারথীরা। বৃহস্পতিবার (২রা মার্চ) সকাল থেকে বেলকুচি উপজেলার ৩নং মাইঝাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এমন ঘটনা ঘটেছে ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গনে উচ্চস্বরে সাউন্ড বক্সে ডিজে গান বাজানো হচ্ছে। আর সেই গানের সাথে ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীরা নাচে গানে মেতে উঠেছে। যা দেখতে বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় নারী -পুরুষেরা ভিড় জমিয়ে রেখেছে। আর শিক্ষকেরা বসে আছেন স্টাফ রুমে ।
স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, সকাল ১০ থেকে বিদ্যালয়ের কোন ক্লাস হয়নি। বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী প্রাথমিক বৃত্তি পেয়েছে। তাই ছাত্ররা সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে এসে বিদ্যালয় প্রাঙ্গণে উচ্চস্বরে গান বাজিয়ে নাচ গান করে আনন্দ করছে। বক্সের শব্দ শুনে আমরা এখানে এসে শিক্ষার্থীদের নাচগানের করে আনন্দ করা দেখছি।
বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে ডিজে গানের সাথে নেচে গেয়ে শিক্ষার্থীদের আনন্দ উদযাপন করার কোন বিধান রয়েছে কি না এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানায়, আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অনুমতি নিয়ে এই আনন্দ উদযাপন করার অনুমতি দিয়েছি। আপনি যা পারেন করেন এই কথা বলে তিনি শিক্ষক রুমে চলে যান।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্কুল চলাকালীন সময় কোন বিদ্যালয়ে ডিজে গানের সাথে শিক্ষার্থীদের নাচ গানের কোন বিধান নেই। যদি এরকম কিছু হয়ে থাকে তবে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#