মোঃখোরশেদ আলম, বিশেষ সংবাদদাতা:
বড়লেখায় দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টা
বড়লেখা “বোবারথল”(ইসলামনগর) এলাকার দুই সন্তানের জননীকে শ্লীলতাহানী ও জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টাকারীদের-কে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হয়েছে বোবারথল এলাকায় আজ ৪ মার্চ( শনিবার) বিকালে এলাকার প্রবীন মুরব্বি আব্দুর নুর এর সভাপতিত্বে ও স্থানীয় নাগরিক সাব্বির হোসেন ইসমত এর সঞ্চালনায় ২ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বেগম
বিবি,আমিনা বেগম, নাজমা বেগম, আনই মিয়া, মনু মিয়া, আব্দুল্লাহ, জামাল উদ্দিন, বলু মিয়া, রুবেল আহমদ, ফারুক হোসেন, ভুক্তভোগীর স্বামী আমির হোসেন, রাজু আহমদ, আব্দুস ছবুর,জাকির হোসেন প্রমুখ।
প্রতিবাদ সভায় বোবারথল এলকার প্রায় ২শতাধিক নারী -পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তার উদ্দ্যেশে বলেন- আমরা এলাকায় নিরহ।
ভুক্তভোগী পরিবার অসহায়। নিরপেক্ষ তদন্ত ও স্বাক্ষী গ্রহণ করুন। ন্যায় বিচারের স্বার্থে কারো ইশারায় প্রভাবিত হবেন না। আমরা এ ঘটনায় ন্যায় বিচার কামনা করি।
উল্লেখ্য- গত ১২ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় “বোবারথল” (ইসলামনগর) এলাকার দুই সন্তানের জননী‘র বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা ও তাকে শ্লীলতাহানীর চেষ্টা‘র অভিযোগ
উঠে। পরদিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারী মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ভুক্তভোগী মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এ ঘটনায় রাশেদুল ইসলাম,
তামিম হোসেন, জামাল হোসেন, আব্দুল হক-কে দায়ী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মৌলভীবাজার জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে তদন্তভার প্রদান করেন।