ভাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
ওবায়দুর রহমান , স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের চাপায় নিশাত শিকদার (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা- রায়পাড়া আঞ্চলিক সড়কের কাপুড়িয়া সদরদী রেল লাইনের আন্ডারপাস দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নিয়ে আসে। সে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে।ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।