স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ড্রেজার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা সহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।
রবিবার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের জোয়ারিয়া বিল থেকে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে মতি মুন্সী নামে এক ড্রেজার ব্যবসায়ীকে আটক করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে এই চক্রটি। প্রশাসনের নজর ফাঁকি দিয়ে অঘোষিত ইঙ্গিতে দিন-রাত বালু উত্তোলন করে আসছে। সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা মনে করছেন এরকম অভিযান অব্যাহত থাকলে ভাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন কিছুটা হলেও কমে আসবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে উপজেলা আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের জোয়ারিয়া বিলে আব্দুর রব মুন্সীর ছেলে মতি মুন্সি কে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনে ১৫/১ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দেশের মঙ্গল ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। সুশীল সমাজ ও ভুক্তভোগীরা ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান এর এই জনবান্ধব অভিযানের প্রশংসা করেছেন।