ওবায়দুর রহমান, ভাঙ্গা-ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে বহু প্রতিক্ষিত পদ্মা সেতু রেললাইন সংযোগ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা পুরানো রেল ষ্টেশন থেকে পদ্মাসেতুর জাজিরা পয়েন্ট পর্যন্ত এর পরীক্ষা মূলক উদ্ধোধন করেন সেনাবাহিনীর মেজর জেনারেল জাহিদ হোসেন। এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও রেললাইন প্রকল্পের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে ভাঙ্গা রেল স্টেশন থেকে পরীক্ষা মূলক ট্রেনটি মাওয়া জাজিরার পদ্মাসেতুর উদ্দেশ্য ছেড়ে যায়। কর্মকর্তারা ভাঙ্গা রেল ষ্টেশন থেকে একটি
পরীক্ষমূলক ড্যামী ট্রেনে চড়ে জাজিরার উদ্যেশ্যে গিয়ে প্রথমবারের মত এটি পর্যবেক্ষণ করবেন। এ সময় রংবেরংয়ের পতাকা নেড়ে তাদের অভিনন্দন জানানো হয়। এর আগে ট্রেন যাত্রা উপলক্ষে রাস্তার দু,পাশে সজ্জ্বিত করা হয়। উল্লেখ্য যে,ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত প্রায় ৩২ কি.মি, রেলপথ সংযোগে স্লিপার বসিয়ে পাথর বসানো হয়। আগামী জুনের মধ্যে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত রেল লাইন চালু হবে বলে জানা গেছে।