ভাঙ্গায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
ওবায়দুর রহমান ,স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় মিথ্যা মামলা হামলা অভিযোগ দিয়ে হয়রানি ও বসত বাড়ি দখল মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন করেছে ।রবিবার (৯ জুন) সকাল ১০ টার সময় ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ফয়েজ শেখ।
লিখিত বক্তব্যে মো. ফয়েজ শেখ অভিযোগ করে বলেন, আসরাফ হোসেন জিন্নাহ, আক্তার উদ্দিন ইলিয়াস, তুহিন মিয়া, ও ফেরদৌসি বেগম গং আমার ও আমার পরিবারের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা ও নামে- বেনামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে আসছেন। আমরা গরীব ও অসহায় থাকায় আমাদের বসত বাড়ির জমি প্রভাবশালীরা জবর দখল করে রেখেছে। আমি প্রতিবাদ করায় আমি ও আমার পরিবারের উপর হামলা করে। মিথ্যা মামলা দিয়ে বার বার হয়রানী করে এবং তারা প্রাণনাশের হুমকি দেয় । এই প্রভাবশালী মহল আমার ও আমার পরিবারের উপর নামে ৫ টি মিথ্য মামলা ও নামে বেনামে ১০ টি মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেছে। তারা আমার বসত বাড়ি ও পুকুরের ১২ শতক জমির মধ্যে ৪ শতাংশ জমি যবর দখল করেছে। আমাদের জমি ফেরত চাইলে আমাকে ও আমার পরিবারকে মারধর করে এবং মিথ্যা মামলার ভয় দেখায়।
ফয়েজ শেখ আরো বলেন, ভাঙ্গা থানার ৩৭ নং হাসামদিয়া মৌজার আর.এস দাগ নং ৪৬৭,৪৬৯,৪৭০ যাহার আর.এস খতিয়ান নং ২২৬, এস.এ দাগ নং ৪৬৭, ৪৬৯,৪৭০ যাহার এস.এ ২৪৮ বিএ.স দাগ নং ২৮৭৫, ২৮৮১ যাহার বি.এস দাগ নং ৭৯২ এই সব দাগের খতিয়ানে ৩.৮২, ২.২২ মোট ৬.২ শতাংশ ক্রয় সুত্রে ও পৈতিক সুত্রে ৫.৫ আমার মা রেহানা বেগম ও আকলিমা মালিক হন। একই জমির উপর ৪টি মামলা দিয়ে হয়রানী করছে । তাই আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সহ আইন শৃঙ্খলাবাহীনির সহযোগিতা কামনা করছি।