ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মাতুব্বরকে মারপিটের অভিযোগ উঠেছে ইউএনও অফিসের সহায়ক মোঃ টিটু মিয়ার বিরুদ্ধে। গত সোমবার সকাল সোয় ৯ টায় ভাঙ্গা উপজেলা ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পরদিন মঙ্গলবার (১৭ জানুয়ারী) ফরিদপুর জেলা প্রশাসক বরাবর ও ভাঙ্গা থানায় টিটুর মিয়ার রিুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন আইয়ুব আলী। এ ঘটনার পর উপজেলাব্যাপী মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন মহলে ক্ষোভসহ সমালোচনার ঝড় বইছে।
বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর অভিযোগ সুত্রে জানা যায়, ইউএনও অফিস সহায়ক টিটুর বাবা বীর মুক্তিযোদ্ধা মাহবুব মিয়ার জাতীয় পরিচয়পত্র ও মুক্তিযোদ্ধা গ্রেজেটে নামের গড়মিল হয়। তার জন্য মুক্তিযোদ্ধা ওয়েব সাইডে মাহবুব মিয়ার ভাতা বন্ধ হয়ে যায়।
এতে টিটু মিয়া আইয়ুব আলীকে সন্দেহ করেন, তাকে আক্রমনের সুযোগ খুজতে থাকেন টিটু মিয়া। গত ১৬ জানুয়ারী ভাঙ্গা উপজেলায় ইউএনও অফিসের হল রুমে মুক্তিযোদ্ধা আপিলের শুনানী যাচাই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
সেই শুনানীতে আইয়ুব আলী একজন স্বাক্ষী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। পরে স্বাক্ষী দিয়ে হলরুমের বাইরে নিচতলায় আসেন তিনি। এসময় অফিস সহায়ক টিটু তার কলার টেনে হিচড়ে ধরেন।
এরপর এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে তাকে বেধড়ক মারপিট করে টিটু মিয়াসহ তার সহযোগিরা। এসময় আইয়ুব আলীর ডাক-চিৎকার শুনে উপস্থিত লোকজন এগিয়ে আসেন ও তাকে উদ্ধার করেন।
আইয়ুব আলী জানান, তিনি একজন ৭৬ বছরের বয়ষ্কবৃদ্ধ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার উপর হামলার ঘটনায় তিনি শারিরীক-মানুষিক এবং সামাজিক ভাবে আতœমর্যাদা ক্ষুন্ন হয়েছেন। এ ঘটনার তদন্তপুর্বক আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
এদিকে, উপজেলা মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধারা কয়েকজন নাম না প্রকাশ না করার শর্তে জানান, একজন মুক্তিযোদ্ধা একটি অমুক্তি যোদ্ধার অপশক্তির কাছে অপদস্ত হলেন।
ঘটনাটি খুবই দুঃখ জনক। সম্প্রতি, ১১৮ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই বাছাই করা হয়েছে। এদের মধ্যে বেশীরভাগই অমুক্তিযোদ্ধারা রয়েছেন। তারা প্রভাবশালীদের ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার তালিকায় যাচাই বাছাইতে জায়গা নিয়েছেন।
অনতিবিলমম্বে, এ যাচাই বাছাইয়ের তালিকার একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তা না হলে এ দেশের স্বাধীনতা বিরোধী শক্তি আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন পার্থক্য থাকবে না।
অভিযুক্ত টিটু মিয়া জানান, আইয়ুব আলীর সঙ্গে তার সামান্য ঠেলা ধাক্কা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল জানান, অভিযোগের তদন্তকার্য চলমান রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী তিনি ১৯ জানুয়ারী ভাঙ্গা থানায় এসে ওই ঘটনাটি তাকে মৌখিকভাবে জানিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।