ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
ওবায়দুর রহমান, স্টাফ রির্পোটার
ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ( রেজি: ৫০৪৮) শ্রমিক সংগঠন মহান মে দিবস পালন করেছে। সোমবার সকালে শত শত নির্মাণ শ্রমিকেরা একটি র ্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজপাড় গিয়ে শেষ করেন।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাঙ্গা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ টিপু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা
পরিষদের চেয়ারম্যান ও নির্মান শ্রমিক সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ সাহাদাৎ হোসেন, বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, হাজী আব্দুল মান্নান সাংবাদিক, ইঞ্জিনিয়ার মামুন, ইঞ্জিনিয়ার মোস্তাক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নর সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী,
সাংগঠনিক সম্পাদক সামচু মাতুব্বর, অনুষ্ঠান সার্বিক পরিচালনা ও প্রতিষ্ঠাতা ভাঙ্গা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন মিয়ান মোঃ আকরাম হোসেন সহ ১২টি ইউনিয়ন থেকে আগত শত শত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শ্রমিকরা। এর আগে কুরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করা হয়। সভায় প্রধান
অতিথির বক্তব্যে বলেন, আপনারা শ্রমিকেরা সব সময়ে আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাবেন। আমি আপনাদের পাশে থেকে সব সময়ে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।
এছাড়া আপনাদের নির্মাণ শ্রমিক সংগঠনের নামে জায়গা বরাদ্দ দিয়ে আপনাদের অফিস করে দিব। আপনারা সব সময় মাননীয় এমপি নিক্সন চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবেন এটা আপনাদের নিকট দাবি রহিল।








