ভাঙ্গায় সেলফি তুলা নিয়ে ৬ গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত-৩৫
ওবায়দুর রহমান , স্টাফ রির্পোটারঃ
ফরিদপুরের ভাঙ্গায় ছবি তুলাকে কেন্দ্র করে ৬ গ্রামবাসীর মধ্যে ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ গ্রামের ৩৫ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে চলা সংঘর্ষ রাত ৯টার সময় শেষ হয়। উপজেলার আলগী ইউনিয়নের গুলপুনদী ও নাওরা,
ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি ৬ গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং স্থানীয় চিকিৎসা নিয়েছে।
পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার সাময় এলাকার কিছু যুবক ছুলনা বাজারে ছবি তুলছিল। এ নিয়ে যুবকদের মধ্যে গুলপুনদী গ্রামের বাবু বিশ্বাস, সুজন, আশরাফুল ও নাওরা এলাকার ৫ গ্রামের বাবু, রিফেল, ২ দলের যুবকদের মধ্যে
কথা-কাটাকাটি শুরু হয়। এ ঘটনার জের ধরে গুলপুনদী ও নাওরা, ছুলনা, শুয়াদী, চান্দ্রা, অপরপুর্টি গ্রামের লোকজন দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে ৩৫ জন লোক আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আস্তে পরিস্থিতি শান্ত করে ।
সংঘর্ষে উভয় দলের ৩৫ জন গ্রামবাসী আহত হয়। আহতদের মধ্যে আছাদ (২২) ও আজিজুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর এবং হেলাল, সাহাদাৎ, সবুজ, ফারুক, আলাউদ্দিন, হিরো, মনির মোল্লা, ফাইজুর,
আক্কাস মাতুব্বরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ছবি তুলা নিয়ে যুবকদের মধ্যে কথা-কাটাকাটি পরে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে । সংবাদ পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি । তবে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।








