ভাঙ্গায় ঘাস মারা ঔষধ দিয়ে ধ্বংস করলো সবজী ও ফলের ক্ষেত, ফায়ার সার্ভিসের কর্মকর্তার কান্ড
ওবায়দুর রহমান, স্টাফ রির্পোটার:-
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আমাদের এক ইঞ্চি জায়গা যেন ফাঁকা না থাকে, খালি জায়গায় সবাই ফসলি আবাধ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে ফায়ার সার্ভিসের বাউন্ডারির মধ্যে খালি জায়গায় ফায়ারের এককর্মী
কুমড়া, তরমুজ, লাল শাক সহ বিভিন্ন ধরনের শাক সবজি আবাদ করেছেন। ব্যাক্তিগত শক্রতার কারনে ধরন্ত ফলের গাছ, বড় বড় কুমড়া সহ সবজি ক্ষেত ঔষধ দিয়ে নষ্ট করছে এক কর্মকর্তা। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের এরিয়ার ভিতরে সবজি ও ফলের ক্ষেত। গাছের সাথে এ কেমন শক্রতা, এবিষয় ক্ষোভ প্রকাশ করছেন সুশীল সমাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা ফায়ার সার্ভিসের এরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষ করেন ফায়ার ফাইটার মাসুদ পেদা। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ইচ্ছে মত ঐ ফল ও সবজি খেয়ে থাকেন। কিন্তু এসও আবু জাফরের সাথে মাসুদ পেদা ব্যাক্তিগত দন্ধের কারনে ঐ
সবজি ও ফলের গাছ ঔষধ দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সবজি ক্ষেত নষ্ট করার ফলে ফায়ার সার্ভিসের কর্মচারীদের মধ্যে চাপাঁ ক্ষোভ বিরাজ করেছে। সবার প্রশ্ন গাছের সাথে এ কেমন শক্রতা, ঘটনাটি সাধারণ জনগণ জানতে পেরে ঐ কর্মকর্তার শাস্তি দাবি করেছেন।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু জাফর জানান, এডি স্যারের নির্দেশে খেলার মাঠ তৈরি করার জন্য ঘাস মারা ঔষধ দিয়ে সবজী ক্ষেত নষ্ট করেছি। বাউন্ডারির মধ্যে নিচে কিছু তরমুজ গাছ, মিষ্টি কুমড়া ও লাউ গাছ নষ্ট করেছি। উপরে আরো সবজি ক্ষেত রয়েছে। আমি কারো সাথে রাগের ভস্মীভূত হয়ে সবজি ক্ষেত নষ্ট করি নাই।