মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
ব্যবসা বানিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ভারতের কলকাতায় Asian Business Partnership Summit আয়োজিত মাহাত্না গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ পদকে ভূষিত হয়েছেন বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামের কৃতি সন্তান তরুণ উদ্যোক্তা ও শিল্পপতি,বাঁশখালী
উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি ও বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশন এর সম্মানিত পরিচালক লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান। ব্যবসা বাণিজ্য ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য
গত ২৮ শে ফেব্রুয়ারি ভারতের কলকাতায় Asian Business Partnership Summit আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা পদক প্রদান করা হয়। তার হাতে সম্মাননা পদক, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট তুলে দেন CG Communication BD
এর জনাব মাঈনউদ্দিন আহমেদ। উল্লেখ্য লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান ছাত্রজীবন হতে খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন, পৈত্রিক ব্যবসার পাশাপাশি নিজের শিপিং ব্যবসায় ও অবদান রয়েছে। তিনি
২০১৪ ইং হতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এর সদস্য হন এবং ধারাবহিকতায় ২০২০ সালে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৪ সালে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটান এর সদস্য
গ্রহণের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্টিক্ট ৩১৫-বি৪ এ অন্তরভূক্ত হন। পরবর্তীতে ২০২১ সালে কসমোপলিটান ক্লাব এর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন।বর্তমানে তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্টিক্ট৩১৫-বি৪ এর জেলা চেয়ারপারসন হিসেবে দায়িত্বে আছেন।পাশাপাশি
তিনি চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটি এর সহ-সভাপতি এবং বাঁশখালী ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি,তিনি ২০১২ সালে বাঁশখালীতে প্রতিষ্ঠা করেন বাঁশখালী ক্রিকেট একাডেমী যাতে বর্তমানে ২৫০ জন ক্রিড়াবীদ প্রত্যেকদিন নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং দেশের বিভিন্ন লীগ ও টুর্নামেন্ট এ অংশগ্রহণ করছে ।