মাধবদীতে “অনন্য এক ফজলুল করিম” গ্রন্থের মোড়ক উন্মোচন
সুমন পালঃ নরসিংদী:
মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন স্কুল হলরুমে গত ২০মার্চ সোমবার বিকেলে রাহিমা আক্তার দিপ্তী রচিত “অনন্য এক ফজলুল করিম ” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজী ওসমান গণি, সহকারী এটর্নি জেনারেল
মাহফুজুর রহমান লিখন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, মাধবদী পৌরসভার প্যানেল মেয়র মোঃ শেখ ফরিদ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
এর পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান, মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিরণ কুমার দেবনাথ, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রভাষক মোহাঃ শেখ সাদী, সাপ্তাহিক
খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনন্য এক ফজলুল করিম গ্রন্থের রচয়িতা রাহিমা আক্তার দিপ্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ফজলুল হক মিলন।