মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে আগমন উপলক্ষে বর্ধিত সভা
মোহাম্মদ এরশাদ বাঁশখালী, চট্টগ্রাম:
আগামী ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চট্টগ্রামে আগমন উপলক্ষে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে বাঁশখালীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।১২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাঁশখালীর সাংসদ ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, এড. মুজিবুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোরশেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, দক্ষিণ আওয়ামী লীগ সদস্য আবু সৈয়দ চৌধুরী, নঈমুল হক পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ এরশাদুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, পৌর মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন, পৌর সভা যুব লীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ, চাম্বল ইউপির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম।সভায় উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার,বৈলছড়ী ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, চেয়ারম্যান ইবনে আমিন, শীলকূপের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, গণ্ডামারা প্যানেল চেয়ারম্যান -১ মোঃ ওসমান গণী, খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, পুকুরিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গণ্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উল হক সিকদার, আওয়ামী নেতা এম এ মালেক, দক্ষিণ জেলা ছাত্র লীগ নেতা গাজী আল আমিন, আওয়ামী নেতা সাদুর রশিদ, জয়নাল আবেদীন ঝন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।সভায় বক্তারা বলেন, আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম কর্ণফুলী ট্যানেল উদ্বোধন করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আগমন ও জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে, আর এই জনসমাবেশকে সফল ও স্বার্থক করতে চট্টগ্রাম দক্ষিণ জেলার সবচেয়ে বিশাল মিছিলটি যেনো সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র নেতৃত্বে হয়।উল্লেখ্য, বিকেলে সাড়ে ৪ টা থেকে সভা শুরু হয় এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় সভার সমাপ্তি ঘোষণা করেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।