পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে মায়ের সাথে অভিমান করে সুমাইয়া (১২) নামে এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার রাত ৯টার দিকে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব আলীপুরা গ্রামে নিহতের নিজ বাড়ির গরুঘরে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই গ্রামের মোশারেফ প্যাদার মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সুমাইয়া তার নিজ ব্যবহৃত পায়ের রূপার নুপুর হারিয়ে ফেললে তার মা রাগ করে। পরবর্তী সন্ধ্যায় সুমাইয়ার ছোট ভাই তাদের ঘরের পশ্চিম পাশের গরুঘরে গরু নিয়ে প্রবেশ করে ওই ঘরের আড়ার সাথে সুমাইয়াকে ঝুলে থাকতে দেখে ডাকচিৎকার করলে পরিবারের লোকজন তাকে নামিয়ে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত,
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
উপদেষ্টা মন্ডলী : সম্পাদক:মুহাম্মাদ বিলাল হুসাইন,(এলএলবি শেষ পর্ব) ) নির্বাহী সম্পাদক:শামীমা আক্তার, বার্তা সম্পাদক:আবরার খান, নির্বাহী বার্তা সম্পাদক: মোঃ শাহিন কাদির।,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিশ্বাস ভিলা,সোনালী ব্যাংক রোড (বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে )নারিকেলবাড়িয়া বাজার,বাঘারপাড়া, যশোর-৭৪৭০ মোবাইল:০১৬০০৩১০২৯১__০১৫৬৮৬৮৬৫৫৩__০১৮১৮৮৮৪১৪০ Email:satyakantho2022@gmail
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
All Rights Reserved © 20223 _ www.satyakantho.com