রঙিন হয়ে উঠছে বাঁশখালীর রসালো লিচু
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি
মৌসুমের সেরা ফল চট্টগ্রামের স্থানীয় জাত বাঁশখালী কালিপুরের রসালো লিচু রঙিন হয়ে উঠছে। চলতি সপ্তাহের মধ্যেই বাজারে উঠতে শুরু করবে। এবার লিচুর বাম্পার ফলন হলেও বিক্রি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অধিকাংশ বাগান মালিক।
কালিপুরের লিচু অনেকটা দিনাজপুরের লিচুর মতো হলেও এটি আকারে একটু ছোট কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয়। তাই চট্টগ্রামবাসীর কাছে কালীপুরের লিচু বেশ জনপ্রিয়।বাঁশখালী কালিপুরের ৩০০ হেক্টরসহ পুরো উপজেলায় সাড়ে ৬০০ হেক্টর
বাগানে স্থানীয় জাত কালীপুরের লিচু চাষ হয়। এ ছাড়াও দক্ষিণ চট্টগ্রামে বাঁশখালীর স্থানীয় জাত কালিপুর ছাড়াও রাজশাহী বোম্বে, বারি-১, ২, ৩ ও ৪ এবং চায়না-৩ জাতের লিচু বাগানো রয়েছে।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, প্রতি বছরই বাঁশখালীতে লিচুর উৎপাদন বাড়ছে। উপজেলায় ২০১৫ সালে প্রায় ৫০ কোটি, ২০১৬ সালে ৬০ কোট এবং ২০১৭ সালে ৭০ কোটি. ২০১৮ সালে ৮০ কোটি টাকা ও ২০১৯ সালে প্রায় ৯০ কোটি টাকার লিচু উৎপাদিত হয়েছে।
গতবার করোনা সংক্রমণ থাকার পরেও ১০০ কোটি টাকার উপরে লিচু বিক্রি হয়েছে। এবার দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম হলেও বাঁশখালীতে তেমন ক্ষতি হয়নি।
বাগানে গিয়ে দেখা যায়,থোকায় থোকায় গাছে পাকা-আধাপাকা লিচু ঝুলছে।
পুকুরিয়া, সাধনপুর, কালিপুর, হয়ে বৈলছড়ি পর্যন্ত ৪-৫ কিলোমিটার পাহাড়ি এলাকাজুড়ে সড়কের পাশে, বাড়ির আঙিনায়,পাহাড় ও লোকালয়ের লিচু বাগানে এখন শুধু লিচু আর লিচু।