
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:
পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তারই ধারাবাহিকতায় দেশ গঠনের চেতনা ও শিক্ষার সম্প্রসারণ,খেলাধুলার মান উন্নয়নে কাজ এবং চিকিৎসা সেবায় এগিয়ে নিয়ে যেতে, খাগড়াছড়ি রিজিওনের আওতাধীন বাঘাইহাট জোন এর তত্বাবধানে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূয়াছড়ি নামক দূর্গম এলাকায় বিভিন্ন পাড়া ও স্কুলে চিকিৎসা সেবা, স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপকরন এবং খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও জানা যায়, শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা সেবা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্বি করতে বাঘাইহাট জোনের আওতাধীন সকল এলাকায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
মাস ব্যাপী বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন ভুয়াছড়ি এলাকাবাসীর কল্যানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার। এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে। শুধু শিক্ষা সামগ্রী নয়,খেলাধুলার মানোন্নয়ন এবং চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাঘাইহাট জোন (১৪ ই বেঙ্গল) এর পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে।
এ ছাড়াও শিক্ষার্থী এবং দরিদ্রদের সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা আগামী দিনের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে বিশ্বাস করে বাঘাইহাট জোন ।
এছাড়াও ক্যাম্প কমান্ডার স্কুল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন ও শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন। বাঘাইহাট জোন কর্তৃক এরকম একটি মহৎ উদ্দ্যোগে অত্র অঞ্চলের পাহাড়িদের মাঝে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।









