রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তাঁর ছেলেকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন, আল ফিকহ অ্যান্ড ল ও ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও বিচারকের পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, “বিচার বিভাগ স্বাধীনভাবে চলতে চাইলে বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিচারকরা যদি নির্ভয়ে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে বিচার ব্যবস্থার ওপরই আস্থা কমে যাবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারকদের জন্য নিরাপত্তাবলয় গড়ে তোলা এখন সময়ের দাবি।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যার চেষ্টা করার অভিযোগে লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশিদ।






