রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ৩১২পিচ ফেনসিডিল সহ আটক এক যুবক
আব্দুল মান্নান, সত্যকন্ঠ ;বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ৩১২ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক সম্রাট শাকিবুল হাসান আশিক (২৫) কে গ্রেপ্তার করেছে RAB -5। ২২ মে রাত ৩ টার দিকে তাকে গ্রেপ্তার করে RAB সদস্যরা। ২৩ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান RAB সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে রাত ২ টার দিকে RAB জানতে পারে, চকমুত্তারপুর গ্রামে শাহবাজ উদ্দিনের বাড়িতে মাদক ব্যবসায়ী আশিক মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
সেই সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে RAB সদস্যরা অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী দৌড়ে পালাতে চেস্টা করলে RAB সদস্যরা তাকে আটক করে।
পরে চকমুক্তারপুর গ্রামের শাহবাজ উদ্দিনের ছেলে শাকিবুল হাসান আশিক (২৫) এর ঘর থেকে ৩১২ পিচ ফেনসিডিল উদ্ধার করে RAB। গ্রেপ্তারকৃত আসামী RAB এর কাছে স্বীকার করে যে উদ্ধার কৃত মাদক তার। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িতো।
এলাকায় ২-৩ জন তার মাদক ব্যবসার পার্টনারও রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় RAB বাদি হয়ে মামলা দায়ের করেছে। RAB-5 এর মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানান।