রামপালে মাদকসহ আটক ২
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন-পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার সমোর চন্দ্র দে’র ছেলে শাওন কুমার দে ওরফে শয়ন চন্দ্র দে(২১) ও বাগেরহাট সদর উপজেলার কে, আলী দরগাহ এলাকার মৃত জব্বার শেখের ছেলে শেখ জাহিদ হাসান(৩৮)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সাব-ইন্সফেক্টর মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে শাওনকে ৪৫(পঁয়তাল্লিশ) গ্রাম ও সাব-ইন্সফেক্টর মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে জাহিদকে ৫১ (একান্ন) গ্রাম গাঁজাসহ আটক করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতরাতে অভিযান চালিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র ও পেড়িখালী স্কুলের সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
আজ (২৩ সেপ্টেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকদের সাথে কোন আপোষ নাই৷ আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।