রামপালে মাদকসহ গ্রেফতার ১
রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে নাহিদ শেখ (১৯) নামের এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নাহিদ উপজেলার উজলকুড় ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আব্দুল হামিদ শেখের পুত্র।
এ ঘটনায় রামপাল থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
৯ জুলাই রাত পৌনে ১১ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় সন্তোষপুর গ্রামের নির্মানাধীন রেল লাইনের উপর মাদক কেনা-বেচা করছে একদল যুবক। এ খবর পেয়ে ফয়লাহাট পুলিশ ক্যাম্পের আইসি খন্দকার আব্দুল মবিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে মাদক কেনা-বেচায় লিপ্ত থাকা যুকরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নাহিদকে পুলিশ ৪৭(সাতচল্লিশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং সিফাতুল্লাহ শেখ (১৬) নামের এক যুবক পালিয়ে যায়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, গাঁজাসহ উজলকুড় ইউনিয়ন থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।