রায় ঘোষণার আগে আদালত থেকে মাহমুদা নামে এক আসামি লাপাত্তা
মাটি মামুন রংপুর।
রংপুরে মাহমুদা আখতার নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।গতকাল ৬ জুলাই বৃহস্পতিবার রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ রায় দেন।রায় ঘোষণার আগেই আদালত থেকে পালিয়ে যায়মাহমুদা। সরকারপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপিনয়নুর রহমান টফি এ তথ্য নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ মাহমুদাকে আটক করে পুলিশ।মাহমুদা দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সাজনপুকুর বান্দিপাড়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় রংপুর কোতয়ালি থানার এসআই শাহাদত হোসেন মামলা করেন মাহমুদার বিরুদ্ধে। তদন্ত শেষে মাহমুদার বিরুদ্ধেচার্জশিট দেওয়া হয়। সাত সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে গতকাল মাহমুদাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।