রাসিক নির্বাচন: বিএনপিপন্থি ২২ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হচ্ছে
সোহেল রানা, সত্যকন্ঠ; রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বয়কট করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাঁরা ভোটের দিন ভোটকেন্দ্রেও যাবেন না ভোট দিতে। এমনকি দলীয় নেতাকর্মীদেরও নিষেধ করা হয়েছে কারো পক্ষে প্রচারণায় অংশ না নিতে।
তবে এর পরেও থামানো যায়নি কাউন্সিলর পদপ্রত্যাশী বিএনপিপন্থি নেতাকর্মীদের। রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে সবমিলিয়ে ১৫৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সংগঠনের কড়া হুশিয়ারি উপেক্ষা করে অংশ নিচ্ছেন নারী-পুরুষসহ বিএনপিপন্থি অন্তত
২২ নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রে চিঠি দেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ চিঠি প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে।
দলীয় সূত্র মতে, রাসিক নির্বাচনে অংশ না নিতে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে কড়া হুশিয়ারি দেওয়া হয়েছিল। সে কারণে মেয়র পদে কেউ অংম নেননি। তবে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন অন্তত ২২ জন নেতাকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন,
২নং ওয়ার্ডে ইয়াসিন আলী সরকার, ৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডে ফজলে কবীর টুটুল, ৫নং ওয়ার্ডে কেএম ইফতেখার হামিদ, ৬নং ওয়ার্ডে বদিউজ্জামান, ১০নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১নং ওয়ার্ডে আবু বাক্কার কিনু, ১৪নং ওয়ার্ডে টুটুল,
১৫নং ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ডে বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ডে শহিদুল ইসলাম পচা, ১৯নং ওয়ার্ডে নুরুজ্জামান টিটো, ২২নং ওয়ার্ডে মির্জা পারভেজ রিপন, ২৫নং ওয়ার্ডে তরিকুল আলম পল্টু, ২৬নং ওয়ার্ডে আকতারুজ্জামান
কোয়েল, ২৭নং ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব, ২৮নং ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ডে সাইদুর রহমান।
এছাড়াও, সংরক্ষিত নারী আসনের ৩নং সংরক্ষিত ওয়ার্ডে মুসলিমা বেগম বেলী, ৪নং ওয়ার্ডে- পুতুল, ৫নং ওয়ার্ডে- সামসুন নাহার, ৮নং সংরক্ষিত ওয়ার্ডে শাহনাজ বেগম শিখা,
৯নং সংরক্ষিত ওয়ার্ডে- আয়শা খাতুন বিএনপিপন্থি বলে নিশ্চিত হওয়া গেছে।
জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও কাউন্সিলরপ্রার্থী আনোয়ারুল আমিন আযব বলেন, ‘কাউন্সিরর পদে দলীয় ভোট করার সুযোগ নাই। এলাকার জনগণের অনুরোধে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দল এখন ব্যবস্তা নিলে কিছু করার নাই।’
সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও মহানগর মহিলা দলের নেত্রী শামসুন নাহার বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছি না। গতবারও নির্বাচিত হয়েছি। নিজের দায়বদ্ধতা থেকে ভোট করছি। দলীয় সিদ্ধান্ত যদি আসে, সেটা নিয়ে পরে কথা হবে।’
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলেন, ‘আমরা বার বার কড়া হুশিয়ারি দেওয়ার পরেও দলীয় অনেকেই কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি প্রস্তুত করা হচ্ছে। তবে এ সংখ্যা এখনো নিশ্চিত নয়। আজ (রবিবার) সন্ধ্যায় সেটি চ’ড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হবে।