এ জেড সুজন মাহমুদ,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে পাবলিক লাইব্রেরির উদ্যোগে ৫ দিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) লালপুর পাবলিক লাইব্রেরির আয়োজনে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগিতায় লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলেজ চত্বরে মেলার
আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারী কমিশনের (ভূমি) দেবাশীষ বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোনোয়ারুজ্জামান, উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান লাবনী সুলতানা, মেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ,সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, প্রাকীর্তি ফাউন্ডেশনের সহ-সভাপতি সরকারি অধ্যাপক হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, পরিচালক প্রভাষক আমজাদ হোসেন , সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক
পলাশ, সরকারি অধ্যাপক আশরাফুল ইসলাম লুলু, প্রভাষক আনারুল ইসলাম, প্রভাষক সুলতানুজ্জামান টিপু, আরিফুল ইসলাম সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও সুশীল সমাজের সদস্যরা।
মেলার প্রথম দিনে থাকছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি সাংস্কৃতিক সন্ধ্যা ও নাটক প্রদর্শনী। দ্বিতীয় দিনে থাকছে কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা। তৃতীয় দিনে থাকছে চিত্রাংকন আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা। চতুর্থ দিনে থাকছে বীর মুক্তিযোদ্ধা আদম আলী বৃত্তি প্রাপ্তদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ
বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা। শনিবার ২৫ নভেম্বর মেলার শেষ দিনে আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা, রাফেল ড্র অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিদিন বিকেলে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের খেলা প্রদর্শিত হবে।