জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) :
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের আন্দোলপোতা গ্রামে অদ্ভুত এক প্রাণীর দেখা মিলেছে।
রবিবার দুপুর ২ টার দিকে আন্দোলপোতা গ্রামের আব্দুর রহমানের বাড়িতে প্রাণীটিকে দেখা যায়, তারপর গ্রামবাসীরা প্রাণীটাকে শিকলবন্দি করে।
এসময় প্রাণীটা উত্তেজিত হয়ে গ্রামবাসী সোলেমানের হাতে কামড় বসিয়ে দেয়, কামরের ফলে ক্ষতস্থান থেকে প্রচুর রক্ত বের হয়, সোলেমানকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক ৬ টা ভ্যাকসিন দেওয়ার কথা জানান।
অদ্ভুত এই প্রাণীটাকে দেখতে মুহুর্তের মধ্যেই জড়ো হয় গ্রামবাসী সহ আশেপাশের শত শত মানুষ।
গ্রামবাসী আব্দুর রহমান বলে আজ দুপুরে প্রাণীটাকে আমার বাড়ির গাছে দেখতে পায়, তারপর অনেক চেষ্টার ফলে ধরতে সক্ষম হয়। প্রাণীটাকে বনবিভাগের কাছে পাঠানোর জন্য যোগাযোগ করি, কিন্তু তাদের থেকে কোনো রেসপন্স পায়নি।
স্থানীয়রা জানান প্রাণীটাকে এর আগে তারা কেউ কখনোও দেখেননি। তবে কেউ কেউ বলছেন আগেকার দিনে প্রাণীটা দেখা যেতো এটার নাম “শিরেল”। প্রাণীটার শরীর থেকে বিড়ানি ভাতের মতো প্রচুর ঘ্রাণের অনুভব হয়। পরে উতসুক জনতা প্রাণিটাকে নিয়ে আনন্দ উল্লাসে ছোট্ট একটা জঙ্গলে ছেড়ে দেই।