সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
(আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন
আলী আহসান রবি
২৮ নভেম্বর, ২০২৪
“The Forest Lounge, House 54, Road 10/A, Satmasjid Road, 1209′ ভেন্যুতে ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর, সমাজকন্যান মন্ত্রণানয় কর্তৃক আয়োজিত এমআইএস এর “Go-Live” বিষয়ক কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সোশ্যাল প্রটেকশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (আইএসপি এমআইএস)-এর শুভ উদ্বোধন করেন শারমীন এস মুরশিদ, মাননীয় উপাদষ্টা, সমাজকল্যাণ মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ৪. মোঃ মহিউদ্দিন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নার্সিস খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটিএম প্রকল্পের প্রকল্প পরিচালক মোয়াম্মষ নাজমুল আহসান সহ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সোপানের কর্মকর্তাবৃন্দ।
এখানে উল্লেখ্য, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপতা কর্মসূচির আওতায় বয়স ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃষ্টি। হিজড়া প্রনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভরা ও উপবৃত্তি; অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ভাতা ও উপবৃত্তি; চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূটর আওতায় এককালীন আর্থিক অনুদানসহ সকল ভাতা এমআইএস-এর মাধ্যমে ডিজিটাল (G2P) পদ্ধতিতে প্রদান করা হচ্ছে। যার ফলে দেশের প্রত্যয় অঞ্চলের ভাতাভোগীরাও এখন কিনা বিড়ম্বনায় ঘরে বসে মোবাইল, এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে প্রতি মাসে ভাতা পাচ্ছেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপয়া কর্মসূচির ভাতাভোগীর ভাতার অর্থ ডিজিটাল (G2P) পদ্ধতিতে পৌছে দেয়ার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই সিটিএম প্রকরা হতে আর্থিক সহায়তা ও কারিগরি সহযোগিতা দেয়া হচ্ছে।
আজ থেকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমকে (1) আরও অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভাতাভোগীর তথ্য ও ভাতা সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সিটিএম প্রকল্প হতে প্রস্তুতকৃত অত্যাধুনিক নতুন এমআইএস-এর মাধ্যমে ডিজিটাল (G2P) পদ্ধতির কার্যক্রমকে আরোও শক্তিশালীকরণ ও সুরক্ষিত করা হলো।
মোঃ রফিকুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রণালয়