
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ১ ডিসেম্বর ২০২৫;
গণপূর্ত অধিদপ্তরের ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ ডিজিটালভাবে গ্রহণ ও নিষ্পত্তির জন্য তৈরি PWD-CMS (Complaint Management System) সফটওয়্যারটির উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী, রাজউক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মৎ ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
PWD-CMS সফটওয়্যারটির মাধ্যমে সরকারি ভবনের ব্যবহারকারীরা সহজেই অনলাইনে অভিযোগ দাখিল, নথিভুক্তকরণ, সংযুক্তি আপলোড এবং মেরামত কাজের অগ্রগতি সরাসরি ট্র্যাক করতে পারবেন। ফলে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।
আজ ঢাকায় সফটওয়্যারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, PWD-CMS সফটওয়্যার চালুর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ কাজ আরও মানসম্মত হবে।”
সচিব জনাব নজরুল ইসলাম সফটওয়্যারটিকে গণপূর্ত অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল অগ্রগতি। যা দেশের সরকারি ভবন রক্ষণাবেক্ষণ সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।









