সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০.৬ কেজি গাঁজাসহ আটক ১
মোঃআল আমিন হোসেন জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা হতে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আরিফুল ইসলাম আরিফ নামের ১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-১২’র অভিযানিক দল।
১৪ই আগষ্ট সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ বলেন,১৪ আগষ্ট সকাল ৬ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার তেতুলিয়া বাজারের পাশে খোশাল উদ্দিন
মডেল একাডেমীর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আরিফুল ইসলাম আরিফ নামের ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গেন্দুকুড়ি গ্রামের আমিন উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ।
পরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়।