সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ লক্ষ টাকার হেরোইনসহ আটক ২; মাইক্রো জব্দ
মোঃআল আমিন হোসেন জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে ৪৭৩ গ্রাম (আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা) হেরোইন সহ হেলাল উদ্দিন (২৩) ও অলি উল্লাহ (২৫) নামের দুই মাদক ব্যবসায়ী আটক।২১জুলাই সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ জানান,
২০ জুলাই দুপুর ২.৩০ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি নোহা-মাইক্রো ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামিরা হলঃঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আগানগর ইমাম বাড়ী রোডের হারুন ফকিরের ছেলে হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জ জেলার নান্দইল থানার তাড়াইল গ্রামের বাবুল হোসেনের ছেলে অলি উল্লাহ (২৫)।পরে আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।