সিরাজগঞ্জে স্বামী-স্ত্রী পরিচয়ের আরালে মাদক ব্যবসা:ইয়াবাসহ স্ত্রী আটক
মোঃআল আমিন হোসেন জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৫ পিচ ইয়াবা সহ রোজিনা নামক এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে রোজিনা (২৫) নামের ওই নারীকে ইয়াবাসহ আটক করা হয়।আটক নারী মাদক ব্যবসায়ী রোজিনা উল্লাপাড়া সদর ইউনিয়নের বাঁখুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন গনমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে,চলমান সিএনজি থেকে ৩৫ পিচ ইয়াবা সহ রোজিনা (২৫) নামের এই নারীকে আটক করা হয়। তিনি আরোও বলেন স্বামী-স্ত্রী পরিচয়ের আড়ালে চালাচ্ছে মাদক ব্যবসা।তারা দীর্ঘ দিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসার সাথে জড়িত আরও কয়েকজন আছেন বলে জানান তিনি।এলাকাবাসী অভিযোগ করে বলেন,ব্যবসার সূত্রধরে এক বছর আগে আটক রোজিনার সঙ্গে মোন্নাফের বিয়ে হয়। স্বামী-স্ত্রী সম্পর্কের আড়ালে চালায় তারা রমরমা মাদক ব্যবসা চালায়। অল্পদিনের মধ্যেই মোন্নাফ আঙ্গুল ফুঁলে কলাগাছ হয়ে যায়। ব্যাপক পরিবর্তন আসে তার চলাফেরার।আটক রোজিনার রয়েছে একাধিক স্বামী বলে জানান এলাকাবাসী। তেমনি মোন্নাফের একই সাথে রয়েছে আছে ৪-৫ স্ত্রী। অবৈধ ভাবে উপার্জিত অর্থ দিয়ে যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় তারা।
মাদক সহ আটক রোজিনার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে এবং এই ব্যবসার সাথে জড়িত অন্যদের কে পুলিশ খুঁজছে বলে গনমাধ্যমকে জানিয়েছে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।