সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ বোতল বিদেশি মদ ও ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার।
নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আমীর খসরু সোমবার (১৬ ই জুলাই) সন্ধ্যা ০৭:১৫ ঘটিকায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজারস্থ মিতালী মার্কেটের সামনের পাঁকা রাস্তার উপর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে জামাল উদ্দিন (৪৫), পিতা-মৃত-ফজর আলী, সাং-বড়খলা, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির নিকটে থাকা একটি নীল রংয়ের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
অভিযান-২
গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মোঃ সম্রাজ মিয়া ১৬-০৭-২০২৩ খ্রিঃ রাত ১০:৪৫ ঘটিকায় দোয়ারাবাজার থানাধীন লিয়াকতগঞ্জ বাজারস্থ ইকবাল হোসেনের ফার্নিচারের দোকানে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। ইকবাল হোসেন (৪২), পিতা-মৃত আবুল হোসেন, ২। মোঃ সাইফুর রহমান (৩১), পিতা-মোঃ শাফির উদ্দিন, উভয় সাং-চানপুর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তা তল্লশি করে ৭৫ বোতল আমদানি নিষিদ্ধ Officer’s Choice বিদেশি মদ যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/- উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল দুলাল ধর জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।