হাজী আব্দুল হাকিম সওদাগরের মৃত্যুতে শোক
বাঁশখালী প্রতিনিধি :
সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর ছমনীর বাপের বাড়ি নিবাসী মোহাম্মদ হাবিবুল্লাহ এর শ্রদ্ধেয় পিতা হাজী মোহাম্মদ আব্দুল হাকিম সওদাগর বুধবার (৫ জুলাই) সকাল ৭টা দিকে ইন্তেকাল করেন “ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন “। তাঁকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবনতি হলে
চন্দনাইশ বিজিসি ট্রাষ্ট হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তাঁহার বয়স ছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৬ কন্যা সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার (৫ জুলাই) আছরের নামাজের পর সাতকানিয়ার বাবুনগর স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন, মরহুমের নাতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন তানভীর। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ৯৪ ব্যাচ এর ছাত্র ও বন্ধন বন্ধু মোঃ জালাল উদ্দীন রুমি, কবির আহমেদ রঞ্জু, মোঃ ফরহাদ গনি নয়ন, জাকির হোসেন, মোঃ খোরশেদ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ খোরশেদ সাজু, মাষ্টার আবু শামা, হাসেম মেম্বার, মোঃ মোস্তাফিজুর রহমান, মাঈনু, মোঃ হাসান আলী, মোঃ ফরিদুল আলম, প্রমুখ বন্ধুরা উপস্থিত ছিলেন!বিভিন্ন মহল শোকাহত প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৪ ব্যাচ এর ছাত্র ও বন্ধন এসোসিয়েশন ‘৯৪’ এর প্রচার সম্পাদক জনাব হাবিবুল্লাহ সাহেবের শ্রদ্ধেয় আব্বাজান আলহাজ্ব আবদুল হাকিম সওঃ এর মৃত্যুতে-আমরা গভীরভাবে শোকাহত আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি শোকার্ডে: বন্ধন এসোসিয়েশন ‘৯৪’বন্ধু প্রেস বিজ্ঞপ্তি।