স্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ উপলক্ষে স্ব স্ব দলের মনোনয়ন পেতে ইতোমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ে দৌড় ঝাপ শুরু করেছেন প্রায় ২০ জন প্রার্থী। যার অর্ধেক হলো ক্ষমতাশীন দল আওয়ামিলীগের।
তথ্যানুসন্ধানে যানাযায়,৩১ গাইবান্ধা-০৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামিলীগ এর সম্ভাব্য প্রার্থী হিসাবে যারা মনোনয়ন প্রত্যাশী,তারা হলেন বর্তমান সংসদ
সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, মেজর (অবঃ)
মফিজুল হক, ব্রগেডিয়ার (অবঃ) মাহামুদুল হক,সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার খান বিপ্লব, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, পলাশবাড়ী উপজেলা
আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মণ্ডল এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো.আজিজুর রহমান সরকারসহ মোট ১০ জন প্রার্থী।
বিএনপির সম্ভাব্য হিসেবে মনোনয়ন চাইবেন ৪ জন তারা হলেন যথাক্রমে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাদুল্যাপুর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ড. মাসুদ পলাশবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম সরকার।
জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- এ আসনের প্রয়াত সংসদ সদস্য ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর ছেলে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী, জাপা সাবেক চেয়ারম্যানের উপদেষ্টা মমতাজ উদ্দিন ও ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পিসহ মোট ৩ জন।
জাসদের মনোনয়ন চাইবেন জাসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদি।সিপিবি থেকে প্রার্থী হতে চান পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আদিল নান্নু।
জাতীয় সংসদ নির্বাচনের আগে সব দলের প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাযায়।তোমধ্যেই জামায়াত তাদের প্রার্থী ঘোষনা করেছে তিনি হলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ আবুল কাওসার মাওঃ মোঃ নজরুল ইসলাম লেবু। তবে তিনি একটি হত্যা মামলায় আজীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।