৫০০ টাকা না দেয়ায় আত্মহত্যা!
গাজীপুর জেলা প্রতিনিধি:
মাত্র ৫০০শত টাকা না দেয়ায় পিতা মাতার উপর আভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণি পড়ুয়া নাজমুল হোসেন(১৪)নামের এক স্কুল ছাত্র।
গতকাল শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ বাথানবাড়ি(খাজারটেক) এলাকার দুলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে ।নিহত নাজমুল টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউখোলা গ্রামের আরিফ হোসেন ছেলে।
সে বাবা-মা’র সাথে দুলাল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে বাথানবাড়ি আইডিয়াল স্কুলে সপ্তম শ্রেনীতে পড়াশোনা করতো।নাজমুলের বাবা আরিফ পেশায় একজন রাজমিুস্ত্রী,মা নাসিমা বেগম পোশাক কারখানায় চাকুরী করেন।
নাসিমা বেগম আহাজারি করে বলেন,প্রাইভেট পরে আজ(শনিবার) সকালে
স্কুল থেকে ফিরে ওর বাবা আরিফের কাছে ৫০০ টাকা চায়।এসময় টাকা দিয়ে কি করবে কারন জানতে চাইলে আমাদের সাথে নাজমুলের কথা কাটাকাটি হয়।এ সময় নাজমুলের বাবা বলেন, তার কাছে টাকা নেই কাজ থেকে ফিরে বিকেলে টাকা দিবে।
এ নিয়ে অবশেষে বাবা মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয়।ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে দড়জা ভেঙ্গে দেখেন তার ছেলে ঘরের আঁড়ার সাথে ঝুলছে।এসময় তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুনন্নেসা মুজিব বিশেষশায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কে নাজমুল কে মৃত ঘোষনা করেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)সাজিদুল ইসলাম বলেন,নাজমুলের আত্নহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাই,৫০০ টাকার জন্য মানঅভিমান করে কিশোর নাজমুল আত্মহত্যা করেছে বলে জানা গেছে।তবে বিকেল পর্যন্ত নাজমুলের মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।