শরীয়তপুর প্রতিনিধি:
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর সদর উপজেলার শান্তি নগর এলাকার ১৩ বছর বয়সী এক শিশু মেয়ের বাল্য বিবাহের আয়োজন করে অভিভাবকরা ১৩ বছর বয়সী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন ।
৯৯৯ এর মাধ্যমে কল আসে পালং মডেল থানা ওসি আক্তার হোসেনের কাছে বিষয়টি তাৎক্ষণিক শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রকে জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত (ইউএনও)। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ বছর বয়স না হলে বিবাহ দেবে না মর্মে মুচলেকা দেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায়
ছেলের বড় ভাই কে ৫০০০/- টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।