অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে দাঁড়ালেন শরীয়তপুর সদর ইউএনও
মো: সজীব খান,শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের পূর্ব আটপাড়া গ্রাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী ও ৪ টি কম্বল পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মাদবর।আজ (২৬ এপ্রিল ) বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পূর্ব আটপাড়া গ্রামের আলী
আকবর মোড়লের বড় ছেলে রাজ্জাক মোড়ল ৪৫, মিন্টু মোড়ল ৪০, আলমগীর মোড়ল ৩০ ও কারাম মোড়ল ৬০,এদের পাঁচটি ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কিন্তু ৫ টি ঘর, ঘরের
সমস্ত আসবাবপত্র,কাপড় সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের প্রায় ৮ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অসহায় ভুক্তভোগী কালাম মোড়ল জানান, পরনের কাপড় ছাড়া কিছুই নাই। মাথা গোঁজার ঠাঁই বলতে আর কিছুই রইলো না। সব কিছু পুড়ে গেছে। আগুন পথের ফকির বানিয়ে দিয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ টি কম্বল, ১০ কেজি করে চাল, ডাল তেলসহ ১০ দিনের খাবার দিয়ে আপাতত সহায়তা প্রদান করেছি।