আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুনিরাহান মুশফিদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হবে
বিলাল হুসাইন:তারিখ: ৩১ আগস্ট ২০২৫
নারী জাগরণের অগ্রদূত, রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ জাতীয় সংসদের প্রাক্তন সংসদ সদস্য মুনিরাহান মুশফিদ-এর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে-
আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মুনিরাহান মুশফিদের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। তিনি ছিলেন নারী জাগরণের পথিকৃৎ, সমাজ সংস্কারক, বাংলাদেশ স্বাধীনতার সংগঠক, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী।
জীবনী ও কর্ম-মুনিরাহান মুশফিদ গণমানুষের অধিকার আদায়ে কাজ করেছেন।তিনি নারী অধিকার আন্দোলন, সামাজিক সংস্কার ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।পাকিস্তান আমল থেকেই নারীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন এবং মুক্তিযুদ্ধকালে নারীদের সংগঠিত করতে অবদান রেখেছেন।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তায় কাজ করেছেন।
রাজনৈতিক জীবন-তিনি পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেন।স্বাধীন বাংলাদেশে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৭৩ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সামাজিক অবদান-সমাজের বিভিন্ন স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।তিনি মহিলা সমিতি, মহিলা ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনায় নেতৃত্ব দেন।নারীর শিক্ষা ও ক্ষমতায়ন প্রসারে বিশেষ ভূমিকা পালন করেছেন।
মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান-তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টায় মিরপুরে মুনিরাহান মুশফিদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে।দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে–দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
তার পরিবারের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।